ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে আলোচনায় চীনা যুদ্ধবিমান
1 day ago
2 K
Views
0
like
share
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই আলোচনায় এসেছে চীনের তৈরি যুদ্ধবিমান। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে পাকিস্তান পরিচালিত চীনা যুদ্ধবিমান কমপক্ষে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করার পর আগ্রহ আরো বেড়ে যায়, যা যুদ্ধক্ষেত্রে বেইজিংয়ের প্রযুক্তির জন্য বড় মাপের অগ্রগতি বিবেচিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে, চীনের তৈরি এই জে-১০সি জেট কিনতে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে মিসর ও আজারবাইজান। অন্যদিকে ব্রাজিলের কাছে চীন আনুষ্ঠানিকভাবে এই বিমান কেনার প্রস্তাব দিয়েছে। ফ্রান্সের তৈরি রাফায়েল তার ইতিহাসে প্রথমবারের মতো ধরাশায়ী হলো চৈনিক প্রযুক্তির কাছে। রয়টার্সের মতে, দুই মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, পাকিস্তান আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে চীনা জেট ব্যবহার করেছিল। যার ফলে কমপক্ষে দুটি রাফায়েল ভূপাতিত হয়। বুধবার একজন ফরাসি কর্মকর্তাও সিএনএনকে বলেছেন, পাকিস্তানি বিমানবাহিনী ভারত পরিচালিত একটি ফরাসি রাফায়েল জেট ভূপাতিত করেছে। উল্লেখ্য, প্রথমবারের মতো উন্নত চীনা অস্ত্রব্যবস্থা পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করছে। এটি বিশ্বের প্রতিটি দেশের অস্ত্রশিল্প এবং বিশ্বব্যাপী চীনা সামরিক প্রযুক্তির গ্রহণযোগ্যতার ওপর গভীর প্রভাব ফেলছে। জে-১০সির নির্মাতা এভিআইসি চেংডু এয়ারক্রাফট কম্পানি জানিয়েছে, বৃহস্পতিবার তাদের শেয়ারের দাম ২০ শতাংশ বেড়ে গেছে। এদিকে পাকিস্তানের সেনাবাহিনীও জানিয়েছে, তারা বৃহস্পতিবার ২৫টি ইসরায়েলি হারোপ ড্রোন ভূপাতিত করেছে।