সব পাইলট নিরাপদে ফিরেছে, দাবি ভারতের
12 hours ago
3.3 K
Views
0
like
share
এবার ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, যুদ্ধে ক্ষয়ক্ষতি একটি স্বাভাবিক বিষয়। তবে তাদের সব পাইলটরা নিরাপদে ফিরেছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেয় ভারতের আকাশ সুরক্ষার দায়িত্বে থাকা বাহিনীটি। তারা বলেছে, পাকিস্তানের সঙ্গে আকাশপথের সংঘর্ষের পর তাদের সব পাইলট নিরাপদে দেশে ফিরে এসেছেন। রবিবার জানতে চাওয়া হয়েছিল বিমান বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না? সেই প্রশ্নের জবাবেই এমন রাখঢাক করা উত্তর দেয় ভারত। পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র গত বুধবার বার্তাসংস্থা রয়টার্সকে জানান, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছেন। তবে ভারত এই দাবি নিশ্চিত করেনি। ওই একই দিনে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চারটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সেখানে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর আগে ভারত জানায়, সীমান্ত পার হয়ে পাকিস্তানের অভ্যন্তরে নয়টি সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।