blog-img
তাপপ্রবাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
18 hours ago
3.3 K Views
0 comments
গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহের পর রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। সন্ধ্যার পরই বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যায়। বাতাসে ঠান্ডা অনুভূতি থাকায় তখন থেকেই স্বস্তি মিলতে থাকে। তবে বৃষ্টি শুরুর আগে বজ্রপাত হয়। এদিকে, দুপুরের পর জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি হয়েছে। কালবৈশাখী ঝড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর এসেছে। শনিবারের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। রবিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। ঢাকায় রেকর্ড করা হয় ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, যা বছরের সর্বোচ্চ। অন্যদিকে, সোমবার (১২ মে) কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। যার প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময়ে চলমান তাপপ্রবাহ সারা দেশের কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।

Comments 0

Your Comment