দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪
16 hours ago
3.3 K
Views
0
like
share
দক্ষিণ লেবাননের কফর রুমান গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ও হামলায় হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এই হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের একজন সদস্য। তবে হিজবুল্লাহ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র জেরেমি লরেন্স এর আগে জানিয়েছিলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে অন্তত ১১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ২০২৪ সালের নভেম্বর মাসে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন রেখেছে এবং নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব হামলার মাত্রা আরও বেড়েছে বলে জানা গেছে।