বাগেরহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
1 week ago
4.9 K
Views
0
like
share
বাগেরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বাগেরহাট সরকারি পিসি কলেজে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম শিক্ষার্থীদের মধ্যে এই লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমশের আরী মোহন, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সরকারি পিসি কলেজ ছাত্রদলের নেতা আলী সাদ্দাম দিপসহ ছাত্রদল ও দলীয় নেতাকর্মীরা। পরে এমএ সালাম ও দলীয় নেতাকর্মীরা কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। লিফলেট বিতরণ শেষে এমএ সালাম বলেন, ‘জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। দীর্ঘদিন ধরে আমরা ৩১ দফা কর্মসূচি জনপ্রিয় করতে কাজ করে যাচ্ছি। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।’