বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে সর্বোচ্চ রেকর্ড
3 weeks ago
3.6 K
Views
0
like
share
ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণ ও রুপার দাম। যুক্তরাষ্ট্রে সুদের হার আরও কমার প্রত্যাশা ও নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় বিশ্ববাজারে এমন পরিস্থিতি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম একদিনে ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৯১ দশমিক ৯২ ডলারে পৌঁছেছে, যা নতুন রেকর্ড। অন্যদিকে, স্পট রুপার দাম বেড়ে ০৩৪৪-এ প্রতি আউন্স ৬৯ দশমিক ২৩ ডলারে ওঠে, এটির রেকর্ডও সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার কমানোর ইঙ্গিত বাজারদরে প্রভাব ফেলেছে। এ ছাড়া ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের দিকে ঝোঁক বাজারে এই উত্থানকে আরও ত্বরান্বিত করেছে। মূল্যবান ধাতুর বিশ্ববাজারে চলতি বছর নজিরবিহীন উত্থান দেখা গেছে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ৬৭ শতাংশ। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রতিআউন্স ৩ হাজার ও ৪ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে স্বর্ণ। বিশ্লেষকদের মতে, ১৯৭৯ সালের পর এটাই হতে যাচ্ছে স্বর্ণের দামের সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি। স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও নাটকীয় চিত্র দেখা গেছে। বছরজুড়ে রুপার দাম বেড়েছে প্রায় ১৩৮ শতাংশ, যা স্বর্ণকেও ছাড়িয়ে গেছে। বৈশ্বিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান স্টোনএক্স-এর জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেছেন, ডিসেম্বর মাসে সাধারণত স্বর্ণ ও রুপার বাজারে ইতিবাচক রিটার্ন দেখা যায। মৌসুমি পরিবেশও এখন এই ধাতুগুলোর পক্ষে রয়েছে। তবে তিনি সতর্ক করেছেন, চলতি মাসের শেষ দিকে লেনদেনের পরিমাণ কমে আসতে পারে। সেই সঙ্গে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতিভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।