blog-img
ভারতে গেল মাত্র ৫৬.২৫ মেট্রিক টন ইলিশ
1 month ago
2.4 K Views
0 comments
ইলিশের রপ্তানি গত বছরের তুলনায় বেশ কম। সরকার অনুমোদিত ১,২০০ মেট্রিক টন ইলিশের মধ্যে গত দু’দিনে মাত্র ৫৬.২৫ মেট্রিকটন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এর মধ্যে মঙ্গলবার রাতে ৩৭.৪৬ মেট্রিকটন এবং আজ বৃহস্পতিবার ১৮.৭৯ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিস সূত্রে জানা যায়, মাছের স্বাস্থ্য পরীক্ষা শেষে ইলিশ মাছ অনুমতি দেওয়া হচ্ছে। রপ্তানির জন্য নির্বাচিত ইলিশ স্বাস্থ্যসম্মত, রোগমুক্ত এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যোগ্য—এমন পরীক্ষা ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিটি ইলিশ মাছের চালান ছাড় দেওয়া হচ্ছে। বাজারে সরবরাহ সীমিত থাকায় দু’দিনের রপ্তানি অনুমোদিত পরিমাণের তুলনায় কম হলেও মানসম্পন্ন ইলিশ রপ্তানি করা হচ্ছে। এর আগে বাণিজ্য মন্ত্রণালয় গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ৩,৯৫০ টনের অনুমতি দিয়েছিল। কিন্তু বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সব মিলিয়ে ইলিশ রপ্তানি হয় প্রায় ৮০২ টন। এর মধ্যে শুধু বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয় ৫৩২.৩ মেট্রিক টন। স্থানীয় ইলিশ মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশ-এর ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, দুর্গাপূজা ও আসন্ন উৎসবের কারণে ইলিশের চাহিদা বেশি। আমরা চেষ্টা করছি বাজার চাহিদা অনুযায়ী ইলিশ সরবরাহ বজায় রাখতে। তবে মাছের সীমিত পরিমাণ রপ্তানিতে কিছুটা বাধা থাকলেও আমাদের কার্যক্রম সচল রয়েছে।

Comments 0

Your Comment