blog-img
মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন
2 weeks ago
1.9 K Views
0 comments
রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে ৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তারা হলেন- মাহিরা আক্তার (১৪), নার্গিস আক্তার (১৮), নুরে আলম (২৩), সানোয়ার হোসেন (২২), আব্দুল্লাহ আল-মামুন (৩৯), রবিউল ইসলাম রবিন (১৯)। বিষয়টি নিশ্চিত করে রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, আজ সন্ধ্যায় ৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ফরেনসিক চিকিৎসকরা ওই সব মৃতদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করেছেন। মৃতদের পরিচয় নিশ্চিত হতে সকল দাবিদারদের কাছ থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবে সিআইডি'র ফরেনসিক ল্যাব। মৃতদের স্বজনদের জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টার সময় থেকে মালিবাগ ল্যাবে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন ঐ ল্যাব পরীক্ষক মাসুদ রাব্বি। রুপনগর থানার উপ-পরিদর্শক মোখলেছুর বলেন, বাকি ১০ মৃতদেহর আগামিকাল পর্যায়ক্রমে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ডিএনএ-র মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Comments 0

Your Comment