টিকটকের চ্যালেঞ্জ নিতে ভার্টিক্যাল ভিডিও ফিচার আনল এক্স
3 months ago
4.6 K
Views
0
like
share
বিশ্বজুড়ে টিকটকের মতো উলম্ব ভিডিও ফিচার চালু করেছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স। টেকক্রাঞ্চ জানিয়েছে, নতুন এই ফিচারটি গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের বাইরে ভারত, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কয়েকটি দেশে দেখা গেছে। এর আগে শুধু যুক্তরাষ্ট্রে ফিচারটি পরীক্ষামূলক চালু ছিল। এক্সের একজন মুখপাত্র জানান, ফিচারটি ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। প্রথমে এটি আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে এবং পরে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে এক্স অ্যাপে নতুন একটি ট্যাব যুক্ত হয়েছে, যা গ্রোক এক্সএআই বাটনের পাশে দেখা যাবে। ট্যাবে ক্লিক করলেই স্বল্পদৈর্ঘ্যের ভিডিও স্ক্রল করা যাবে।