blog-img
রোনালদোর ৯৫০তম গোলে আল নাসরের টানা ছয় জয়
1 week ago
2.9 K Views
0 comments
ক্রিস্টিয়ানো রোনালদো যেন থামতেই জানেন না! গোলের পর গোল করে তিনি পৌঁছে গেছেন ক্যারিয়ারের অবিশ্বাস্য ৯৫০ গোলের মাইলফলকে। শনিবার (২৫ অক্টোবর) সৌদি প্রো লিগে আল হাজমকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে প্রথমার্ধে জোয়াও ফেলিক্স এবং শেষ দিকে রোনালদোর গোলে সহজ জয় তুলে নেয় দলটি। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় আল নাসর। পুরো ম্যাচে ৬৪ শতাংশ সময় বলের দখলে রাখে তারা, নেয় ১২টি শট—যার ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আল হাজমের মাত্র ৩টি শটের মধ্যে দুটি ছিল অন টার্গেট। ২৫ মিনিটে ফেলিক্স আল নাসরকে এগিয়ে দেন। চলতি মৌসুমে সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর এটি ছিল লিগে তার পঞ্চম ম্যাচে নবম গোল। এরপর দ্বিতীয়ার্ধে সুযোগ নষ্টের পর ৮৮ মিনিটে রোনালদো গোল করে জয় নিশ্চিত করেন। এটি তার লিগের ষষ্ঠ এবং ক্যারিয়ারের ৯৫০তম গোল। এই জয়ে ছয় ম্যাচে ছয় জয় নিয়ে ১৮ পয়েন্টে শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল তাউন, আর ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় আল হিলাল। রোনালদোর ক্যারিয়ারের ৯৫০ গোল এসেছে পাঁচ ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে: স্পোর্টিং সিপি: ৫ গোল ম্যানচেস্টার ইউনাইটেড: ১৪৫ গোল রিয়াল মাদ্রিদ: ৪৫০ গোল জুভেন্টাস: ১০১ গোল আল নাসর: ১০৬ গোল পর্তুগাল জাতীয় দল: ১৪৩ গোল

Comments 0

Your Comment