blog-img
সাকিব-মাশরাফির রেকর্ড ভাঙলেন রিশাদ
1 week ago
1.9 K Views
0 comments
মিরপুর স্টেডিয়ামে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত এক ঝড় দেখিয়েছেন রিশাদ হোসেন। তার ব্যাটে ২১১ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ১৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন রিশাদ। সমান তিনটি করে চার ও ছক্কা মেরেছেন। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ২৭৮ স্ট্রাইকরেটে। যা বাংলাদেশের হয়ে ওয়ানডেতে রেকর্ড। দেশের হয়ে অন্তত ১০ বল খেলা ইনিংসে রিশাদই সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। এত দিন রেকর্ডটি ছিল মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ১৬ বলে ২৭৫ স্ট্রাইক রেটে ২৭৫ রান করেছিলেন মাশরাফি। আর ২০১৪ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সাকিবও ১৬ বলে ২৭৫ স্ট্রাইক রেটে করেছিলেন ৪৪ রান। আজ ৪৬তম ওভারে যখন সোহান ফেরেন তখন দলের রান ১৬৩। এখান থেকে দুইশ রান অনেক দূরের পথই মনে হচ্ছিল। তবে সেই পথটুকু সহজেই পাড়ি দেন রিশাদ। ঝোড়ো ব্যাটিংয়ে ১৪ বলে করেন অপরাজিত ৩৯ রান। তাতে যোগ্য সঙ্গ দেন মিরাজ। অধিনায়ক অপরাজিত থাকেন ৫৮ বলে ৩২ রান করে।

Comments 0

Your Comment