পাকিস্তানের হামলায় ভারতে নিহত ১০
16 hours ago
3.1 K
Views
0
like
share
পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান। পাকিস্তানি বাহিনীর লাগাতার গুলি ও কামানের গোলায় দুই শিশুসহ অন্তত ১০ ভারতীয় নিহত ও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নিহত সবাই বেসামরিক নাগরিক। এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী। পাকিস্তানকে ‘আনুপাতিক জবাব’ দেওয়া হয়েছে বলেও দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পাকিস্তানের পাল্টা হামলার সমালোচনা করেছেন। তিনি দবি করেছেন, পাকিস্তানের হামলায় কাশ্মীরের ১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। এদিকে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানে ভারতের হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন। যদিও সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভির অন্য এক প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তান এবং দেশটির অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ৭০ জনকে হত্যার করেছে ভারত।