নিয়ন্ত্রণ রেখার আশপাশের গ্রাম ছেড়ে পালাচ্ছে মানুষ
12 hours ago
4.7 K
Views
0
like
share
পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলার পর নিয়ন্ত্রণ রেখার আশপাশের বাসিন্দাদের কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সুচেতগড় ও জেওরা ফার্ম গ্রাম থেকে বেশ কয়েকটি পরিবার গাড়ি ও অস্থায়ী ট্রেলারে করে অন্যত্র সরে গেছে। একই দৃশ্য দেখা যাচ্ছে ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলোতেও। এসব এলাকার মানুষ তাদের জিনিসপত্র ট্রাক ও ট্রলিতে ভরে আত্মীয়দের বাড়ি বা নিরাপদ দূরের গ্রামগুলোতে চলে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছে কিছু সরে যাওয়া পরিবার। তারা জানায়, নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে তারা স্থান পরিবর্তন করছেন। তবে অনেক পরিবারেই একজন বা দুজন সদস্য বাড়িঘর ও জমিজমার দেখভালের জন্য থেকে যাচ্ছেন। ফিরোজপুর জেলার হুসেনিওয়ালা সীমান্তের কাছে প্রায় ১২ থেকে ১৪টি গ্রাম রয়েছে যা সরাসরি ভারত-পাকিস্তান সীমান্তের সাথে সংযুক্ত। ঝুগে হাজারা সিং গ্রামের জিৎ সিং বলেন, এখানে ভয়ের পরিবেশ রয়েছে। মানুষ তাদের আত্মীয়দের বাড়িতে চলে যাচ্ছে। মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায়। পাকিস্তান সেনাবাহিনী জানায়, ভারতের হামলায় নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আর ভারত বলছে, ভারত-শাসিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় ১৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। এদিকে, ভারতের হামলা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ভারত পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ‘ভুল করেছে’ উল্লেখ করে তিনি বলেন, এর মূল্য দিতে হবে তাদের।