ইসরায়েলি হামলা চলছেই, একদিনে ৪৬ শিশুসহ ১০৪ হত্যা
4 days ago
2.4 K
Views
0
like
share
গাজায় যুদ্ধবিরতি 'কার্যকর' থাকলেও ইসরায়েলের হত্যাকাণ্ড থেমে নেই। মঙ্গলবার রাত থেকে ধারাবাহিক হামলায় অন্তত ১০৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে শিশু রয়েছেন ৪৬ জন। এ হামলায় আহত হয়েছেন ২৫৩ জন। এ নিয়ে, ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর ইসরায়েলি হামলায় ২১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৯৭ জন। এছাড়া ৪৮২টি মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, চলমান এই সংঘাত গাজায় মানবিক বিপর্যয় আরও গভীর করছে। হাসপাতাল, আশ্রয়কেন্দ্র ও সাধারণ আবাসিক এলাকাগুলোও বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের এক সেনাকে হত্যার পর দেশটি এ হামলা চালিয়েছে। এই ঘটনায় যুদ্ধবিরতি ঝুঁকিতে পড়বে না। একই সঙ্গে তিনি হামাসকে শৃঙ্খলিত আচরণ করার আহ্বান জানান। এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ গাজার রাফাহ এলাকায় গোলাগুলির ঘটনার পর হামলার নির্দেশ দেন। যার পরেই এই ব্যাপক বোমাবর্ষণ শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবে, যুদ্ধে এখন পর্যন্ত ৬৮ হাজার ৫২৭ জন নিহত হয়েছেন।