blog-img
আজ রাতে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি
6 hours ago
1.5 K Views
0 comments
পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় সোমবার রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) এই ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পর এই প্রথম এ বিষয়ে কথা বলবেন মোদি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২২ এপ্রিল পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে ৭ মে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি স্থান লক্ষ্য করে হামলা চালায় ভারত, যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। এ বিষয়ে সংশ্লিষ্ট সামরিক কর্মককর্তারা কথা বললেও ভারতের প্রধানমন্ত্রী এখনও কোনও মন্তব্য করেননি। আজ রাতেই প্রথমবারের মতো এ বিষয়ে জাতির সামনে তার সরকারের মনোভাব তুলে ধরবেন মোদি।

Comments 0

Your Comment