blog-img
ট্রেনে ধর্ষণচেষ্টা, ভারতে সেনা সদস্য গ্রেফতার
3 weeks ago
3.9 K Views
0 comments
ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচীতে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুনশান রেলস্টেশনে দাঁড়ানো ট্রেনের মধ্যে ২২ বছরের এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করেছেন দেশটির এক সেনা সদস্য। অভিযুক্তকে গ্রেফতার করেছে রেল পুলিশ। জানা গেছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঝাড়খণ্ডের রাঁচীর একটি রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় বসেছিলেন ওই তরুণী। শুনশান ছিল স্টেশন। ট্রেন আসে। তরুণী ট্রেনে ওঠামাত্র ৪২ বছরের এক সেনা সদস্য সেখানে উপস্থিত হন। অভিযোগ, তিনি ওই তরুণীকে টেনেহিঁচড়ে একটি ফাঁকা কামরায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। কক্ষের ভিতর থেকে তরুণীর কান্না এবং চিৎকার শুনতে পেয়ে ছুটে যান আরপিএফ কর্মীরা। সেখান থেকে পালানোর সময় আটক করা হয় ওই সেনা সদস্যকে। শনিবার রাঁচীর আরপিএফের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কর্মীদের দেখে অভিযুক্ত পালানোর চেষ্টা করছিলেন। বেশ দৌড়ঝাঁপ করে তাকে আটক করেছে আরপিএফ। পড়ে গিয়ে চোট পেয়েছেন ওই সেনা সদস্য। আপাতত তিনি হেফাজতে আছেন। প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযুক্তের বাড়ি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। পাঞ্জাবে পটীয়ালা রেজিমেন্টে কর্মরত তিনি। আরপিএফের এক কর্মকর্তা বলেন, ‘‘ট্রেনে সেনা বাহিনীর জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্ত সেগুলো পাহারা দিচ্ছিলেন। তিনি মত্ত অবস্থায় ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।’’ তিনি আরও বলেন, ‘‘এক তরুণীর চিৎকার শুনে রেলওয়ে পুলিশ দৌড়ে যায়। এরপর তারা অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে।” গ্রেফতারকৃত সেনা সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করানো হলে বিচারক বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে, ভুক্তভোগীর বয়ান সংগ্রহ করেছেন তদন্তকারীরা।

Comments 0

Your Comment