blog-img
আমির হামজার বার্ষিক আয় ৮.৬১ লাখ, মোট সম্পদ ১.৫৭ কোটি টাকা
2 weeks ago
2.6 K Views
0 comments
আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বার্ষিক আয় ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা। তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা। তবে আকিজ গ্রুপে খতিব হিসেবে তার চাকরি থেকে প্রাপ্ত অর্থের কোনো হিসাব হলফনামায় উল্লেখ নেই। এছাড়া ১০ ভরি স্বর্ণালংকার ও আসবাবপত্র উপহার হিসেবে পাওয়া বলে দেখানো হয়েছে। হলফনামায় আমির হামজা পেশা হিসেবে কাপড় ও বইয়ের ব্যবসার কথা উল্লেখ করেছেন। ইসলামী বক্তা হিসেবে ওয়াজ মাহফিলসহ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ কিংবা আকিজ গ্রুপে খতিবের চাকরি থেকে তার প্রকৃত আয় কত—সে বিষয়ে হলফনামায় স্পষ্ট তথ্য নেই। এ বিষয়ে আমির হামজা জানান, ওয়াজ মাহফিল থেকে যে আয় হয়, সেটিকেই বার্ষিক আয়ের হিসাবে দেখানো হয়েছে। তিনি বলেন, তিনি আকিজ গ্রুপের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং এ বিষয়ে তাদের সঙ্গে চুক্তি রয়েছে। পরিবারের ব্যয় আকিজ গ্রুপ বহন করে। বিনিময়ে তার মাহফিল থেকে প্রাপ্ত অর্থ আকিজ গ্রুপ পরিচালিত মাদরাসা ও এতিমখানায় দান করে দেওয়া হয়। হলফনামা অনুযায়ী, তার কাছে ১০ ভরি স্বর্ণ রয়েছে, যা সবই উপহার হিসেবে পাওয়া। এ বিষয়ে তিনি বলেন, বিয়ের সময় স্ত্রীর জন্য কেনা স্বর্ণ দেনমোহর হিসেবে পরিশোধ হয়ে গেছে। এর বাইরে কোনো স্বর্ণ কেনা হয়নি। স্ত্রীর বাবা ও মামারা স্বচ্ছল হওয়ায় এসব গহনা উপহার হিসেবে দিয়েছেন। হলফনামায় তার একটি গাড়ির মূল্য ২৫ লাখ টাকা উল্লেখ করা হলেও গাড়ির মডেল বা নম্বর উল্লেখ নেই। এ বিষয়ে আমির হামজা বলেন, তার একটি টয়োটা নোয়া গাড়ি রয়েছে। নতুন গাড়িটির বাজারমূল্য প্রায় ৩৮ লাখ টাকা হলেও তিনি পাঁচ বছরের পুরোনো গাড়িটি ফরিদপুরের এক মালিকের কাছ থেকে কিনেছেন, সে কারণেই বিস্তারিত উল্লেখ করা হয়নি।

Comments 0

Your Comment