blog-img
শাহরুখের ‘কিং’-এ দীপিকা, সুহানা ছাড়াও আরও যারা থাকবে
11 hours ago
2.9 K Views
0 comments
বলিউডের বাদশাহ যখন নতুন সিনেমার ঘোষণা দেন, সেটি কেবল একটি খবর থাকে না— হয়ে ওঠে যেন এক রাজকীয় আয়োজন। ঠিক তেমনই আলোচনায় এসেছে শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’। সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ পেতেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে উঠেছে। এই সিনেমা নিয়ে এখন পুরো বলিউড সরগরম। অনেকের মতে, এবার পর্দায় শাহরুখ যেন গড়ে তুলছেন এক রাজসভা, যেখানে তিনি নিজেই রাজা। আর এই রাজসভায় কারা থাকছেন— তা নিয়েও চলছে নানা আলোচনা। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাহরুখ খান নিজে। ‘জওয়ান’ ও ‘পাঠান’-এর পর আবারও তাকে দেখা যাবে অ্যাকশন ও ড্রামার সংমিশ্রণে। তার বিপরীতে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পদুকোন; শাহরুখ-দীপিকা মানেই যেন হিট জুটি! সবচেয়ে বড় চমক হলো, শাহরুখ কন্যা সুহানা খান এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। ‘দ্য আর্চিস’-এর পর এবার প্রেক্ষাগৃহে দেখা যাবে তাকে, তাও বাবার ছবিতে। শুধু এই তিনজনই নন, ‘কিং’-এর দরবারে আরও যুক্ত হচ্ছেন একঝাঁক তারকা— অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি। এছাড়াও রয়েছেন ওটিটিতে আলোচনায় থাকা জয়দীপ আহলাওয়াত, সৌরভ শুক্লা, এবং নতুন প্রজন্মের তারকা রাঘব জুয়েল, অভয় ভার্মা, কারানভির মালহোত্রা। এই নামগুলিই ইঙ্গিত দিচ্ছে, শাহরুখের এই রাজত্ব হতে যাচ্ছে এক মহা আয়োজন। উল্লেখ্য, ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি শাহরুখের ব্লকবাস্টার ‘পাঠান’-এর পরিচালকও ছিলেন। তাই প্রত্যাশা, ‘কিং’ হবে অ্যাকশন, আবেগ ও রাজকীয় জাঁকজমকের এমন এক দুর্দান্ত মিশ্রণ, যা বলিউডে নতুন ইতিহাস গড়তে পারে।

Comments 0

Your Comment