ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসবেন বিজয়-রাশমিকা!
1 week ago
3.3 K
Views
0
like
share
সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। সম্প্রতি বাগদান সেরেছেন দক্ষিণী এ তারকা জুটি। যদিও এ নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। কবে বিয়ের বিয়ের পিঁড়িতে বসবেন তারা, এ নিয়েই চলছে জল্পনা। শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি নাকি বিয়ে করতে চলেছেন এই তারকা যুগল। হায়দরাবাদে নয়, বিয়ের আসর বসবে উদয়পুরে। এর আগে, ২০১৭ সালের জুলাইয়ে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান হয় রাশমিকার। যদিও এক বছর পর সেটি ভেঙে যায়। সে সময় শোনা গিয়েছিল, ২০১৮-এর হিট ছবি ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯-এর ‘ডিয়ার কমরেড’ ছবিতে জুটি বাঁধার সুবাদে কাছে আসেন বিজয়-রাশমিকা। এ কারণেই নাকি রক্ষিতের সঙ্গে বাগদান ভেঙে যায় রাশমিকার।