নতুন টিজারে ঝড় তুললেন যশ
3 days ago
2.5 K
Views
0
like
share
কন্নড় সিনেমার অভিনেতা যশের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে তার নতুন সিনেমা ‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’র টিজার। এতে ‘কেজিএফ’ খ্যাত এই অভিনেতাকে দেখা গেছে ‘রায়া’ নামের এক রহস্যময় ও ভয়ংকর চরিত্রে, যা দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। প্রকাশিত টিজারে শুরুতেই এক নিস্তব্ধ কবরস্থানের আবহে রহস্যের দানা বাঁধে। হঠাৎ গুলির শব্দে সেই নীরবতা ভেঙে যায় এবং ধোঁয়ার মধ্য থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে আবির্ভূত হন ‘রায়া’ রূপী যশ। ভিডিওতে সিনেমার অন্ধকার জগত ও অ্যাকশনের ব্যাপকতা আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। ‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ শিরোনামের এই সিনেমাটি একই সঙ্গে কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হচ্ছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন যশ ও নির্মাতা গীটু মোহান্দাস। অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করছেন যশ। কারিগরি দিকেও রয়েছে বড় চমক; এর অ্যাকশন দৃশ্যগুলো নির্মাণ করছেন হলিউডের খ্যাতনামা পরিচালক জে জে পেরি, যিনি বিশ্বখ্যাত ‘জন উইক’ সিরিজে কাজ করেছেন। এছাড়া সংগীতে রবি বাসরুর এবং চিত্রগ্রহণে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত রাজীব রবি। কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশন্সের ব্যানারে নির্মিত এই বড় বাজেটের সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালমসহ একাধিক ভাষায় ডাবিং সংস্করণ মুক্তি পাবে। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১৯ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক’। ঈদ, উগাদি ও গুড়ি পড়বা উপলক্ষে বিশেষ উৎসবের উপহার হিসেবে মুক্তি পাবে ‘টক্সিক’।