নিলামে আরও ১৪১.৫০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
4 weeks ago
4.5 K
Views
0
like
share
নিলামের মাধ্যমে ১৩টি ব্যাংকের কাছ থেকে আরও ১৪১.৫০ মিলিয়ন বা ১৪ কোটি ১৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৪ কোটি ১৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ২৯ পয়সা থেকে ১২২ টাকা ৩০ পয়সা। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এ নিয়ে চলতি ডিসেম্বরে ৬২৪.৫০ মিলিয়ন বা ৬২ কোটি ৪৫ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ২৮০ কোটি ৪৫ লাখ বা ২.৮০ বিলিয়ন ডলার।