blog-img
সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রিতে কাঁপছে গোপালগঞ্জ, স্থবির জনজীবন
2 weeks ago
1.7 K Views
0 comments
টানা মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে স্থবির হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। কয়েক দিন ধরে সূর্যের দেখা না মেলায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এরই মধ্যে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায়। বুধবার ভোর ৬টায় গোপালগঞ্জে তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান দূর্জয় বলেন, ‘মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গোপালগঞ্জে। আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এ সময় তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন।’ এদিকে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে গত চার দিন ধরে জেলার কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন।

Comments 0

Your Comment