মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৭৭ জন গ্রেফতার
6 days ago
2.9 K
Views
0
like
share
মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের সেরেম্বান ও নিলাই এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী সন্দেহে ২৬ বাংলাদেশিসহ মোট ৭৭ জনকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত টানা এই অভিযান চালানো হয়। নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের (জেআইএমএনএস) পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানান, সেরেম্বান ও নিলাই এলাকার ১৩টি স্থানে একযোগে অভিযান চালানো হয়। এর মধ্যে নিলাইয়ের একটি সাবান উৎপাদনকারী কারখানাকে মূল লক্ষ্যবস্তু করা হয়। অভিযানকালে মোট ৩৯৫ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। তাদের মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সি ৭৭ জনকে বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। গ্রেফতারদের মধ্যে ৭১ জন পুরুষ ও ছয়জন নারী। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ২৬ জন বাংলাদেশি পুরুষ, ২৬ জন ভারতীয় পুরুষ, ১০ জন পাকিস্তানি পুরুষ, পাঁচজন থাই পুরুষ ও একজন থাই নারী, তিনজন ইন্দোনেশীয় নারী ও একজন পুরুষ, তিনজন মিয়ানমারের পুরুষ ও দুইজন নারী। মোট গ্রেফতারের মধ্যে ৫৫ জনকে নিলাইয়ের ওই সাবান কারখানা থেকেই আটক করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন বিভাগের পরিচালক। কেনিথ তান জানান, জনসাধারণের অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সব প্রবেশ ও বহির্গমন পথ নিয়ন্ত্রণে রাখায় কেউ পালিয়ে যেতে পারেনি। কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। গ্রেফতার অভিবাসীদের বিরুদ্ধে বৈধ পাস বা ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়াসহ ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য তাদের নেগ্রি সেম্বিলানের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।