blog-img
৭৫ দিনের জন্য টিকটকের ওপর নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের
3 months ago
4.5 K Views
0 comments
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণ করার প্রথম দিনেই টিকটকের ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত রাখার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আদেশের মাধ্যমে টিকটককে বিক্রি বা বন্ধ করার জন্য গত বছর মার্কিন কংগ্রেসে পাস হওয়া আইনের কার্যকর ৭৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই আদেশে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী ৭৫ দিনের জন্য যুক্তরাষ্ট্রে এই বৃহৎ সোশ্যাল মিডিয়া অ্যাপর বিক্রি বা বন্ধসংক্রান্ত আইনটি কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ না নেওয়া হোক। আদেশে আরও বলা হয়েছে, এই সময়সীমা জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণের সুযোগ প্রদানের পাশাপাশি লাখ লাখ আমেরিকান নাগরিকের ব্যবহৃত একটি যোগাযোগ প্ল্যাটফর্মের আকস্মিক বন্ধ হওয়া এড়াতে সহায়ক হবে। এ ছাড়া, আদেশে যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রধান সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তি কোম্পানি যেমন: অ্যাপল, অ্যালফাবেট গুগল ও ওরাকলের কাছে একটি চিঠি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে যে, টিকটক সম্পর্কিত কোনো আইনি লঙ্ঘন ঘটেনি এবং নির্ধারিত সময়সীমার মধ্যে যে কোনো কর্মকাণ্ডের জন্য তাদের কোনো দায়বদ্ধতা থাকবে না। টিকটকের ওপর নির্বাহী আদেশের লক্ষ্য সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন, ‘এটি আমাকে টিকটক বিক্রি বা বন্ধ করার অধিকার দিয়েছে।’ তবে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলেও জানিয়েছেন।

Comments 0

Your Comment