blog-img
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ
20 hours ago
2.2 K Views
0 comments
দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশি দুই কৃষককে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিকে, বাংলাদেশের জনতার হাতে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিরল উপজেলার ধর্মজইন সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও বিএসএফ তাদের হস্তান্তর করে। রাত ৯টায় দিনাজপুর বিরল ধর্মজন সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হয়। বিএসএফের কাছে হস্তান্তর করা দুই ভারতীয় নাগরিক হলেন, অভিনাথ ও ফিলিপ সরেন। আর বিজিবির কাছে হস্তান্তর করা দুই বাংলাদেশি কৃষক হলেন, এনামুল ও মাসুদ রানা। এর আগে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। এর প্রতিবাদে তাৎক্ষণিক দুই ভারতীয়কে আটক করে গ্রামবাসী। বিরল উপজেলার ধর্মপুর ইউপির ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাব পিলার ১০এর কাছে এই ঘটনা ঘটে। জানা গেছে, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন ওই এলাকার এনামুল ইসলামের ছেলে মাসুদ ও ইসরাইল ইসলামের ছেলে এনামুল নামের দুই কৃষক। বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনার পরিপ্রক্ষিতে স্থানীয় এলাকাবাসী সীমান্তবর্তী এলাকায় নিজস্ব জমিতে কাজ করার সময় দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসে বিজিবির টহল দলের কাছে হস্তান্তর করে। তারা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের লূর্ধু সরেনের ছেলে ফিলিপ সরেন (৩৫) এবং সুরেন টুডুর ছেলে অভিনাথ (২৫)। বিজিবি জানিয়েছে, ব্যাটালিয়ন ৪২ বিজেপি এবং ৯১ ব্যাটালিয়ান বিএসএফের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় দেশের নাগরিকদের হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হয়। বাংলাদেশি দুই কৃষককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments 0

Your Comment