blog-img
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল চলতি মাসেই
3 days ago
2.7 K Views
0 comments
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশ করা হতে পারে। রবিবার এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। তিনি বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে চলতি মাসের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশের। এ জন্য পুরোদমে কাজ শুরু হয়েছে। পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ সম্পূর্ণ গুজব। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাইনি। তবে প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছে। উল্লেখ্য, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন পড়ে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন পড়ে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

Comments 0

Your Comment