blog-img
২০২৬ বিশ্বকাপের আশা ছাড়ছেন না নেইমার
6 days ago
2.1 K Views
0 comments
একের পর এক চোটে ক্যারিয়ার বারবার থমকে গেলেও ২০২৬ বিশ্বকাপের স্বপ্ন এখনো ছাড়েননি নেইমার। সেই লক্ষ্য সামনে রেখে শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। ৩৩ বছর বয়সী নেইমারের নতুন চুক্তি চলবে ২০২৬ সালের শেষ পর্যন্ত। নেইমারের আগের চুক্তির মেয়াদ গত ডিসেম্বরেই শেষ হয়ে গিয়েছিল। চাইলে অন্য কোনো ক্লাবে যাওয়ার সুযোগ ছিল তাঁর সামনে। তবে জাতীয় দলে ফেরার প্রস্তুতির জন্য পুরোপুরি ফিট হওয়ার লক্ষ্য নিয়ে সান্তোসেই থাকার সিদ্ধান্ত নেন তিনি। চুক্তি নবায়নের পর নেইমার বলেন, ‘সান্তোস আমার ঘর, আমার নিজের জায়গা। এখনো যেসব স্বপ্ন পূরণ হয়নি, সেগুলো আপনাদের সঙ্গেই অর্জন করতে চাই।’ ২০২৫ সালের শুরুতে সান্তোসে ফেরার পর চোটের কারণে নিয়মিত মাঠে নামতে পারেননি নেইমার। তবে সীমিত সময় খেলেও ব্রাজিলের শীর্ষ লিগে দলকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মৌসুম শেষ হওয়ার পর গত মাসে হাঁটুতে অস্ত্রোপচার করান নেইমার। এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী মার্চের মধ্যে নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করা। কারণ, ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে তখনই মাঠে নিজের সেরাটা দেখাতে হবে এই ব্রাজিলিয়ান তারকাকে।

Comments 0

Your Comment