স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল-বার্সা, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?
3 days ago
3.9 K
Views
0
like
share
রিয়াল-বার্সার দ্বৈরথ শত বছরেরও বেশি পুরোনো। বিশ্ব ক্লাব ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতা হিসেবে পরিচিত রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই-যা ‘এল ক্লাসিকো’ নামে খ্যাত। আজ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে এই দুই স্প্যানিশ জায়ান্ট। মৌসুমের দ্বিতীয় এবং চলতি বছরের প্রথম ক্লাসিকোর আগে তাই আলোচনায় মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রথম দেখা হয়েছিল ১৯০২ সালে, কোপা ডেল রের সেমিফাইনালে। সেই ম্যাচে রিয়ালকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সা। এরপর কেটে গেছে ১২৩ বছর। লা লিগা, কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়নস লিগসহ বিভিন্ন প্রতিযোগিতায় অসংখ্যবার মুখোমুখি হয়েছে দুই দল। লা লিগায় এখন পর্যন্ত দুই দলের দেখা হয়েছে ১৯১ বার। সেখানে ৮০ ম্যাচ জয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা জিতেছে ৭৬টি ম্যাচ, আর ড্র হয়েছে ৩৫টি। সব প্রতিযোগিতা মিলিয়ে এল ক্লাসিকো হয়েছে মোট ২৬২ বার। এখানেও এগিয়ে রিয়াল- ১০৬টি জয়। বার্সার জয় ১০৪ ম্যাচে, আর ড্র ৫২টি। তবে সাম্প্রতিক সময়ে পাল্টে গেছে চিত্র। গত মৌসুমে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রেতে মোট চারবার মুখোমুখি হয়ে প্রতিবারই বার্সার কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। সেই ব্যর্থতার পর এবারের মৌসুমের প্রথম ক্লাসিকোতে ঘুরে দাঁড়ায় কার্লো আনচেলত্তির দল। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে মৌসুম শুরু করে আত্মবিশ্বাসের সঙ্গে। স্প্যানিশ সুপার কাপে দুই দলের লড়াইও বেশ উত্তাপ ছড়ানো। এই টুর্নামেন্টে এর আগেও একাধিকবার ফাইনালে মুখোমুখি হয়েছে তারা। সৌদি আরবে আয়োজন হওয়া সাম্প্রতিক আসরগুলোতে এল ক্লাসিকোর উত্তেজনা পেয়েছে ভিন্ন মাত্রা। আজ বাংলাদেশ সময় রাত ১টায় সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। ঐতিহাসিক পরিসংখ্যানে রিয়াল এগিয়ে থাকলেও সাম্প্রতিক লড়াইয়ে বার্সার আধিপত্য চোখে পড়ার মতো। সব মিলিয়ে আজকের এল ক্লাসিকো হতে যাচ্ছে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মহারণ।