রিয়াদ থেকে ফিফার বিশ্বকাপ ট্রফি ট্যুর শুরু
1 week ago
3.6 K
Views
0
like
share
আগামী পাঁচ মাস পর শুরু হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এর আগে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে শুরু হয়েছে বিশ্বকাপের ট্রফি ট্যুর। ট্রফি উন্মোচন করেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) কোকা-কোলার স্পনসর করা সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ট্রফি। এর আগে বিশেষ বিমানে বিশ্বকাপের ট্রফি নিয়ে রিয়াদে পৌঁছান আলেসান্দ্রো দেল পিয়েরো। তারপর তিনি ছোটদের জন্য একটা ফুটবল ক্লিনিকে যোগ দিয়েছেন। বাচ্চাদের সঙ্গে খেলেছেন, নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। পরে উৎসব চলে গেছে রিয়াদের একটা বড় শপিং মলে। সেখানে শত শত ফ্যান জড়ো হয়ে ট্রফিটি দেখেছেন। ফিফা জানায়, বিশ্বকাপ ট্রফিটি ১৫০ দিনের বেশি সময় ধরে ৭৫টা স্থানে ৩০টি ফিফা সদস্য দেশে ঘুরবে। লাখ লাখ ফ্যানের সামনে ফুটবলের সবচেয়ে মূল্যবান পুরস্কারটি দেখার সুযোগ হবে। ২০২৬-এর মূল ট্রফি দেখতে ও ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন বাংলাদেশের সমর্থকরা। বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় আসছে বহুল কাঙ্ক্ষিত এই ট্রফি। এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। আগামী ১১ জুন শুরু হয়ে বিশ্বকাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত। বিশ্বকাপকে সামনে রেখে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’ আয়োজন করা হয়েছে। বাংলাদেশে এই আয়োজনকে আরও বিশেষ করতে কোকা-কোলা চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ নামের একটি ইন্টারঅ্যাকটিভ ক্যাম্পেইন। এর মাধ্যমে ভক্তরা ট্রফি দেখার টিকিট জেতার পাশাপাশি ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও পাবেন। অংশ নিতে হলে এক লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে বিশ্বকাপ-বিষয়ক একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় দ্রুততম সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিতবেন। এই ক্যাম্পেইন শুরু হয়েছে ২০২৫ সালের ১৫ নভেম্বর থেকে এবং চলবে ২০২৬ সালের ৮ জানুয়ারি পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার করে বিজয়ী হওয়ার সুযোগ থাকবে।