blog-img
‘বার্সেলোনাকে মিস করি কিন্তু ফিরতে পারব না’
4 days ago
2.7 K Views
0 comments
বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিলো জানুয়ারির দলবদলে ইনিগো মার্তিনেস বার্সেলোনায় ফিরতে পারেন। স্প্যানিশ এই ডিফেন্ডার নিজের অবস্থান পরিষ্কার করে বললেন, বার্সেলোনার আর্থিক পরিস্থিতির কারণে আপাতত তার প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনাই নেই। বার্সেলোনা ছেড়ে গত গ্রীষ্মের দলবদলে সৌদি আরবের ক্লাব আল নাস্‌রে যোগ দেন মার্তিনেস। স্প্যানিশ দলটিতে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই তার হুট করে চলে যাওয়াটা ছিল খানিকটা বিস্ময়কর। গত মৌসুমে বার্সেলোনার নিয়মিত ফুটবলারদের একজন ছিলেন তিনি। সেন্ট্রাল ডিফেন্সে পাউ কুবার্সির সঙ্গে তার জমাট জুটির বড় ভূমিকা ছিল ক্লাবের লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে। জানুয়ারির দলবদলে একজন ডিফেন্ডার দলে নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে বার্সেলোনার পক্ষ থেকে। সম্প্রতি গুঞ্জন ছড়িয়ে পড়ে, ছয় মাস পরই পুরোনো ঠিকানায় ফিরতে পারেন মার্তিনেস। সাংবাদিক জেরার্দ রোমেরোর সঙ্গে আলাপচারিতায় এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেন ৩৪ বছর বয়সী সেন্টার-ব্যাক। তিনি বলেন, “আমি বার্সেলোনায় ফিরতে পারব না, লাপোর্তার (বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা) পক্ষে এত অর্থ ব্যয় করা অসম্ভব (হাসি)। সত্যি বলতে আমি এখানে খুব খুশি। অবশ্যই আমি বার্সেলোনাকে মিস করি।”

Comments 0

Your Comment