বাজে খেলায় পুরো জাতীয় দলকেই ‘নিষিদ্ধ’ করল গ্যাবন সরকার
1 week ago
2.8 K
Views
0
like
share
আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) বাজে পারফরম্যান্সের জেরে পুরো জাতীয় দলকে অনির্দিষ্টকালের জন্য ‘নিষিদ্ধ’ করেছেন গ্যাবনের ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস দেজিরে মামবুলা। একইসঙ্গে কোচিং স্টাফের সবাইকে বরখাস্ত করেছেন তিনি। আলাদাভাবে নিষিদ্ধ করা হয়েছে দুই অভিজ্ঞ ফুটবলার পিয়েরে এমেরিক অবামেয়াং ও ব্রুনো একুয়েলে মাঙ্গাকে। চলমান আফ্রিকান নেশন্স কাপে রীতিমতো ভরাডুবি হয়েছে গ্যাবনের। গ্রুপ পর্বে খেলা তিন ম্যাচের সবগুলোই হেরেছে তারা। নিজেদের শেষ ম্যাচে আইভরি কোস্টের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দলটি। গ্যাবনের টেলিভিশনে বুধবার গভীর রাতে মন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা বলেন, ‘আফকনে লজ্জাজনক পারফরম্যান্সের পর টেকনিক্যাল স্টাফ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে “নিষিদ্ধ” থাকবে জাতীয় দল আর পিয়ের-এমেরিক অবামেয়াং ও ব্রুনো একুয়েলেকে জাতীয় দলে নিষিদ্ধ করা হয়েছে।’