blog-img
আমি প্রচুর টিকটক দেখি: মেসি
1 week ago
4.9 K Views
0 comments
২০২৬ সাল লিওনেল মেসির জন্য হতে যাচ্ছে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এক বছর। ইন্টার মায়ামির হয়ে নতুন চ্যালেঞ্জের পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ফিনালিসিমা ও যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ, সব মিলিয়ে বড় মঞ্চের অপেক্ষায় বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা। এমন সময়েই ব্যক্তিগত জীবন, পরিবার ও নিজের চরিত্রের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন মেসি। আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল লুজু টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানান, তার পরিবারে ফুটবল যেন নিত্যসঙ্গী। তবে ঘরের ভেতরে বল খেলার বিষয়ে কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে। হাসতে হাসতে তিনি বলেন, ঘরে খুব বেশি বল খেলতে দেয় না। তবে স্কুল শেষ হলেই আমরা ক্লাবে চলে যাই। সময় পেলেই বল সামনে চলে আসে। নিজের ব্যক্তিত্ব সম্পর্কে আর্জেন্টাইন অধিনায়ক স্বীকার করেন, তিনি ভীষণ গুছানো মানুষ। তিনি বলেন, 'আমার জিনিস কেউ নাড়াচাড়া করুক, এটা আমি পছন্দ করি না। সবকিছু কোথায় আছে, সেটা আমার জানা থাকতে হয়। ছোটবেলা থেকেই এমন। থিয়াগো আর সিরোও আমার মতো।' প্রযুক্তি প্রসঙ্গে মেসি বলেন, 'তিনি এখনো চ্যাটজিপিটি বা অন্য কোনো এআই ব্যবহার করেন না। এর বিরুদ্ধে নই, কিন্তু এখনো অভ্যস্ত হয়ে উঠিনি। সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে মেসির স্বীকারোক্তি, 'আমি টিকটক অনেক দেখি। এআই দিয়ে বানানো আমার কিছু ভিডিও দেখেছি, একটায় তো দেখলাম আমাকে পুলিশ গ্রেফতার করছে!'

Comments 0

Your Comment