blog-img
সিলেটকে উড়িয়ে চট্টগ্রামের জয়
1 week ago
3.9 K Views
0 comments
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চট্টগ্রাম রয়্যালস। আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারানোর পর এবার সিলেট টাইটানসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সাগরপাড়ের দলটি। এই জয়ের মাধ্যমে রাজশাহী ওয়ারিয়র্সকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে চট্টগ্রাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেট টাইটানসকে ব্যাট করতে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে বিপর্যস্ত হয়ে পড়ে সিলেটের ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান করতে পারে দলটি। সিলেটের হয়ে একমাত্র লড়াই করেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তিনি ৪১ বলে করেন ৪৪ রান। তবে বাকি ব্যাটারদের কেউই ২০ রান ছুঁতে পারেননি। চট্টগ্রামের বোলিংয়ে শেখ মেহেদী হাসান ও মির্জা বেগ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও আমির জামাল। ১২৭ রানের লক্ষ্য তাড়ায় কোনো চাপই নেয়নি চট্টগ্রাম। দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের ব্যাটে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় দলটি। ওপেনিং জুটিতে আসে ১১৫ রান। ফিফটি করার পর ৫২ রানে আউট হন নাঈম শেখ। তবে অপর প্রান্তে দৃঢ় ছিলেন অ্যাডাম রসিংটন। তিনি ফিফটি ছুঁয়ে অপরাজিত থাকেন ৭০ রানে। সাদমান ইসলামের সঙ্গে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন তিনি। সাদমান অপরাজিত থাকেন ৭ রানে। ২৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস।

Comments 0

Your Comment