মুস্তাফিজকে বাদ দেওয়াকে ‘অযৌক্তিক’ বললেন সাবেক বিসিসিআই কর্মকর্তা
1 week ago
2.4 K
Views
0
like
share
কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ‘ভুল সময়ে নেওয়া অযৌক্তিক সিদ্ধান্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সাবেক শীর্ষ কর্মকর্তা। ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ আর পাকিস্তান এক নয়। তাদের একই ব্র্যাকেটে মাপা ঠিক নয়। যদি নীতিগতভাবে পাকিস্তানের মতোই বিবেচনা করতে হয়, তবে তাদের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত, কিন্তু বাংলাদেশকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তিনি আরও বলেন, বাংলাদেশে যা ঘটেছে তা ভুল। তবে এটি একদল উগ্রবাদীর কাজ; এমন মানুষ সব দেশে আছে। একজন ক্রিকেটারের ওপর দায় চাপানো ঠিক নয়। মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা প্রসঙ্গত, গত ডিসেম্বরে আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআর তাকে দলে নিয়েছিল। কিন্তু ভারতীয় উগ্রবাদী গোষ্ঠীর হুমকির প্রেক্ষিতে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দেয় মোস্তাফিজকে স্কোয়াড থেকে ছাড়তে। কেকেআর সেই নির্দেশ পালন করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এই সিদ্ধান্তকে কেবল ক্রীড়াঙ্গনের বিষয় হিসেবেই দেখা যাচ্ছে না; ভারতের ক্রিকেট মহলে বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে। মোস্তাফিজের অনুপস্থিতিতে কেকেআরের পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।