blog-img
নির্ধারিত সময়েই মাঠে গড়াবে বিপিএল
3 weeks ago
3.2 K Views
0 comments
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় উপস্থিত ছিলেন লাখো মানুষ। জানাজা শেষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে হাদিকে। বিপিএলকে সামনে রেখে গতকাল শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন। মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে দলটি। অনুশীলন শুরু করলেও দলটির মালিকপক্ষ দলের জার্সি উৎসর্গ করেছে শরিফ ওসমান হাদিকে। ৬ দলের বিপিএল শুরু ২৬ ডিসেম্বর। সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে বড় ও জমাটি টুর্নামেন্ট। আসরকে সামনে রেখে দলগুলো অনুশীলনে নেমে পড়েছে। গতকাল অনুশীলন শুরুর কথা ছিল নোয়াখালী এক্সপ্রেসের। কিন্তু করেনি। আজ অনুশীলনে নামবে ঢাকা ক্যাপিটালস। মাঠে নামার কথা নির্ধারিত সময়েই মাঠে গড়াবে বিপিএলরংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সের। আসরের খেলাগুলো হবে সিলেট, চট্টগ্রাম ও ঢাকায়। মাত্র পাঁচ দিন পর মাঠে গড়ানোর কথা জমজমাট টি-২০ টুর্নামেন্টের। রাজনৈতিক অস্থিরতায় অনেক ক্রিকেট বিশেষজ্ঞই সন্দেহ প্রকাশ করছেন নির্ধারিত সময়ে বিপিএলের শুরু নিয়ে। বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, নির্ধারিত সময়েই বিপিএল শুরুর পরিকল্পনা রয়েছে বিসিবির, ‘আমরা সবাই খেয়াল করছি, প্রতিদিনই দেশের পরিস্থিতি ভিন্ন ভিন্ন রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে বিপিএল শুরু নিয়ে অনেকে সন্দিহান। ক্রিকেট বোর্ড এখনো নিজ অবস্থানে স্থির। আমরা নির্ধারিত ২৬ ডিসেম্বরই বিপিএল শুরুর পরিকল্পনায় স্থির রয়েছি।’ আগামী ১২ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলো এখন পুরোপুরি নির্বাচনি ট্রেনে চড়ে বসেছে। দেশের রাজনৈতিক অবস্থা যখন তুঙ্গে, তখন ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএল। ফাইনাল ২৩ জানুয়ারি। রাজনৈতিক পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে ওঠে, সেটা এখনো অনিশ্চিত। তাই বিপিএল মাঠে গড়ানো নিয়ে শঙ্কা থাকাই স্বাভাবিক। ২৬ ডিসেম্বর দুপুর ২টায় সিলেট টাইটান্স-রাজশাহী ওয়ারিয়র্স মাচ দিয়ে বিপিএল শুরু হবে। একই দিন সন্ধা ৭টায় মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস-চট্টগ্রাম রয়্যালস। ২৪ ডিসেম্বর বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠানের কথা ছিল। শেষ মুহূর্তে বিসিবি সেটা বাতিল করেছে। বাতিল করা হয়েছে মূলত নিরাপত্তার বিবেচনায়। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বলেন, ‘আমরা সরাসরি নিরাপত্তার কথা বলতে চাই না। তবে নিরপত্তার বিষয় অবশ্যই ভাবতে হয়েছে। মাঠে যারা আসবেন, তাদের কথা মাথায় রাখাটা জরুরি।’ এর আগে বেশ কয়েকটি আসরে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে জমকালো। রাজনৈতিক পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে ইফতেখার মিঠু বলেন, ‘দলগুলো ক্রিকেটারদের নিরাপত্তার বিষয় অবশ্যই চিন্তা করবে। তারা তাদের পছন্দের হোটেলেই ক্রিকেটেই রাখে। তার পরও বিসিবির নজর তো থাকবেই।’ বিসিবি এর মধ্যে ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশিত হয়েছে। বিপিএলের খেলা পরিচালনা করবেন ১০ আম্পায়ার। তালিকায় বিদেশি আম্পায়ার রুচিরা পল্লীগুরুগে ও আসিফ ইয়াকুব। দেশের আম্পায়ারদের মধে রয়েছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ। এ ছাড়া ম্যাচ রেফারি আক্তার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম সাহেদ এবং সাইমন টফেল। বিপিএলের সিলেট আগের টিকিটের মূল্য করেছে বিসিবি। গ্রান্ড স্ট্যান্ড (পূর্ব, পশ্চিম, আপার-লোয়ার) ২ হাজার টাকা, ক্লাব হাউস (আপার) ৫০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, শহীদ তুরাব স্ট্যান্ড ২০০ টাকা, গ্রিন গ্যালারি ২০০ টাকা ও ক্লাব হাউস (জিরো ওয়াস্ট জোন) ৬০০ টাকা।

Comments 0

Your Comment