আইপিএলে মুস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি
2 weeks ago
4.2 K
Views
0
like
share
আইপিএলের আগামী আসরে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সের দলে খেলবেন। ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া মুস্তাফিজকে খেলালে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ধর্মীয় নেতারা মাঠে ভাঙচুর চালানোর হুমকি দিয়েছেন। তারা দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কলকাতা দলের বয়কটের ডাকও দেওয়া হয়েছে। উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ বলেন, ‘বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামাতে গেলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে কলকাতা। তপস্বী যোদ্ধারা ম্যাচ হতে দেবে না, মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।’ এদিকে মুস্তাফিজের আইপিএল খেলার সময়কাল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বাংলাদেশ দলের সিরিজের প্রয়োজন অনুযায়ী ক্রিকেট অপারেশন্স ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, আগামী এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের সীমিত ওভারের সিরিজ থাকায় সেই সিরিজ খেলার পরই মুস্তাফিজ আইপিএলে অংশ নিতে পারবেন।