blog-img
আইপিএলে আজ থাকবেনা চিয়ারলিডার, বন্ধ আতশবাজি
1 week ago
4.7 K Views
0 comments
আইপিএলে আজকের ম্যাচে চিয়ারলিডার ও আতশবাজি থাকবে না। রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, তবে খেলায় কোনো রঙিন আয়োজন থাকবে না। এর পেছনে রয়েছে কাশ্মীরে সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের প্রতি শ্রদ্ধা জানাতে বিসিসিআইয়ের নেওয়া সিদ্ধান্ত। একটি বিসিসিআই সূত্র হিন্দুস্থান টাইমসকে জানিয়েছে, 'আজকের ম্যাচে চিয়ারলিডার ও আতশবাজি থাকবে না। খেলোয়াড় ও আম্পায়াররা কালো বাহুবন্ধনী পরবেন এবং ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।' মঙ্গলবার, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। হামলার প্রতিবাদ এবং নিহতদের প্রতি শোক প্রকাশের অংশ হিসেবে, বিসিসিআই আজ আইপিএলের ম্যাচে শোক পালন করবে। টসের সময় হায়দরাবাদ এবং মুম্বাইয়ের অধিনায়করা এই ঘটনা নিয়ে কথা বলবেন এবং মাঠের সকল কর্মকর্তা, ধারাভাষ্যকার, সাপোর্ট স্টাফ ও আম্পায়াররা কালো বাহুবন্ধনী পরবেন। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াসহ বিভিন্ন ক্রিকেট তারকা এই হামলার নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

Comments 0

Your Comment