blog-img
অধিনায়কের নাম ঘোষণা করল নোয়াখালী এক্সপ্রেস
2 weeks ago
3.9 K Views
0 comments
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্ট শুরু হওয়ার এক দিন আগে দলটির নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে সৈকত আলীর হাতে। এবারই প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছে নোয়াখালীর কোনো দল। ফলে ফ্র্যাঞ্চাইজিটির অভিষেক ঘিরে ভক্ত-সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। অধিনায়কত্ব নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও শেষ পর্যন্ত অভিজ্ঞ ব্যাটার সৈকত আলীকেই বেছে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। জনসন চার্লস, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নবী কিংবা সরাসরি চুক্তিতে দলে যোগ দেওয়া হাসান মাহমুদের নাম আলোচনায় থাকলেও অধিনায়ক হিসেবে ঘোষণা এসেছে সৈকত আলীর নামেই। ৩২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার মিডিয়াম পেস বোলিংও করতে পারেন। এর আগে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলেছেন। বয়সভিত্তিক পর্যায়ে জাতীয় দলের হয়ে খেললেও এখনো সিনিয়র জাতীয় দলে অভিষেক হয়নি তাঁর।

Comments 0

Your Comment