আল্লাহর দ্বিন প্রচারের গুরুত্ব
9 months ago
3.3 K
Views
0
like
share
মানুষকে দ্বিনের পথে আহ্বান করা এবং আল্লাহর একত্ববাদের পথে ডাকা ছিল নবী-রাসুলদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত নবী-রাসুলকে পাঠিয়েছেন, সবার দায়িত্ব ছিল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহর একত্ববাদের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, উপাসনার উপযুক্ত একমাত্র আল্লাহই—এ ব্যাপারে মানুষকে সতর্ক করা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর আপনার আগে আমরা যে রাসুল প্রেরণ করেছি তার কাছে এই মর্মে ওহি পাঠিয়েছি যে আমি ছাড়া অন্য কোনো সত্য উপাস্য নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ২৫) যেহেতু আমাদের নবী মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ ও শেষ নবী, তারপর আর কোনো নবী আসবেন না, তাই মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার দায়িত্ব উম্মতের ওপর এসেছে। মহান আল্লাহ এ কাজটির কারণেই এই উম্মতকে অন্য উম্মতদের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, ‘যারা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে বাধা দেয়, তাদের মহান আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির জন্য যাদের বের করা হয়েছে; তোমরা সৎ কাজের নির্দেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর ওপর ঈমান আনবে।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১১০) এর বিপরীতে যারা অসৎ কাজ দেখে তা থেকে মানুষকে সতর্ক করে না, তাদের এই কাজকে মহান আল্লাহ নিকৃষ্ট কাজ বলে আখ্যা দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘তারা যেসব গর্হিত কাজ করত তা থেকে তারা একে অন্যকে বারণ করত না। তারা যা করত তা কতই না নিকৃষ্ট।’ (সুরা : মায়িদা, আয়াত : ৭৯) অর্থাৎ মানুষকে শুধু সৎ কাজের আদেশ দিলেই দায়িত্ব পালন হয়ে যাবে না, বরং কোনো অসৎ কাজ দেখলে তার প্রতিবাদ করতে হবে। মানুষকে বুঝিয়ে শুনিয়ে সে পাপ থেকে ফিরিয়ে আনার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে। যদি কেউ পরিপূর্ণভাবে মহান আল্লাহর এই আদেশ পালন করতে পারে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে পারে, তাদের জন্য মহান আল্লাহর আরো অনেক বিশেষ পুরস্কার রয়েছে। তার মধ্যে অন্যতম পুরস্কার হলো এই কাজের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়, যা প্রত্যেক মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু, তারা সৎ কাজের নির্দেশ দেয় ও অসৎ কাজে নিষেধ করে, নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে; তারাই, যাদের আল্লাহ অচিরেই দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ (সুরা : তাওবা : ৭১)