blog-img
যুক্তরাষ্ট্র চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী
1 day ago
1.7 K Views
0 comments
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি ইরানকে ‘পরীক্ষা’ করতে চায়, তবে দেশটি যুদ্ধের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমনে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর তিনি এ কথা বলেন। সোমবার আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ খোলা আছে। তবে ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি বলেন, গত বছরের ১২ দিনের যুদ্ধের তুলনায় এখন ইরানের সামরিক প্রস্তুতি অনেক বেশি। রবিবার ট্রাম্প বলেন, ইরানের চলমান বিক্ষোভ দমনের ঘটনায় তিনি ‘কঠোর বিকল্প’ বিবেচনা করছেন। এর মধ্যে সামরিক পদক্ষেপও থাকতে পারে। ইরানে এই বিক্ষোভ শুরু হয় অর্থনৈতিক সমস্যাকে কেন্দ্র করে। পরে তা সরকারের বিরুদ্ধে বড় ধরনের দাবিতে রূপ নেয়। ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার একটি বৈঠকের প্রস্তুতি চলছে। তবে বৈঠকের আগেই পরিস্থিতির কারণে ব্যবস্থা নিতে হতে পারে। জবাবে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র যদি আগেও যে সামরিক পথ বেছে নিয়েছিল, সেটিই আবার নেয়, ইরান তার জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র সংলাপের ‘বুদ্ধিমানের পথ’ বেছে নেবে। আরাগচি অভিযোগ করেন, কিছু পক্ষ যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে চায়, যাতে ইসরায়েলের স্বার্থ রক্ষা হয়। তিনি বলেন, বিক্ষোভের ভেতরে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঢুকে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে। ইরানের দাবি, এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতায় ১০০ জনের বেশি নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। বিরোধী পক্ষ বলছে, নিহতের সংখ্যা ৭০০ অধিক। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইন্টারনেট বন্ধ থাকায় দেশটি থেকে তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইরান জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে শিগগিরই ইন্টারনেট চালু করা হবে।

Comments 0

Your Comment