blog-img
নিজের চুরি যাওয়া গাড়িই কিনলেন ২৩ লাখ টাকায়!
4 days ago
4.6 K Views
0 comments
এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলো ইংল্যান্ড। ব্যক্তিগত গাড়ি চুরি যাওয়ার কয়েক মাস পর এক ব্যক্তি নিজেই অজান্তেই তার হারানো গাড়িটি কিনে ফেললেন। আর সেই গাড়ি কিনতে তিনি খরচ করলেন ২০ হাজার ইউরো অর্থাৎ প্রায় ২৩ লাখ টাকা। জানা যায়, চুরির ঘটনার পর ওই ব্যক্তি নতুন একটি গাড়ি কেনার পরিকল্পনা করতে শুরু করেন। এরপর তিনি আগের গাড়ির মডেলের সঙ্গেই মিলে যাওয়া একটি গাড়ি খুঁজে পান স্থানীয় এক আউটলেটে। বিক্রেতার সঙ্গে কথা বলে দ্রুত গাড়িটি কেনার সিদ্ধান্ত নেন তিনি। তবে গাড়ি কেনার পর বাড়ি ফিরে একটি বিশেষ বিষয় লক্ষ্য করে সন্দেহ জাগে তার মনে। আর সেই সন্দেহের কারণ কেনা সেই গাড়ির ভেতরে থাকা কিছু নির্দিষ্ট বস্তু, যা একমাত্র তার হারিয়ে যাওয়া গাড়িতেই ছিল। বিষয়টি নিশ্চিত হতেই তিনি বুঝতে পারেন- এটি তারই চুরি যাওয়া গাড়ি! সত্য উদঘাটনের পর তার উপলব্ধি- চুরি হওয়া নিজের পুরনো গাড়ির জন্যই মোটা অঙ্কের টাকা খরচ করে ফেলেছেন তিনি। এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন ওই ব্যক্তি। পুরো ঘটনাটি এখন ইংল্যান্ডজুড়ে বিস্ময় এবং বিতর্কের জন্ম দিয়েছে।

Comments 0

Your Comment