blog-img
গ্রিসের উপকূলে ৬.৩ মাত্রার ভূমিকম্প
12 hours ago
4.4 K Views
0 comments
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মিসরেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মানির গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজি) গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে আজ বুধবার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে। জিএফজি জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ৫২ মাইল (৮৩ কিমি)। দেশটির জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইনস্টিটিউটটি জানায়, তারা মিসরের উত্তর উপকূল থেকে ৪৩১ কিলোমিটার দূরে ৬.৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে।

Comments 0

Your Comment