ইসরায়েলকে সামরিক খাতে ২ বিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
1 day ago
2.9 K
Views
0
like
share
ইসরায়েলকে ট্যাংক ও সাঁজোয়া যান নির্মাণের জন্য সর্বোচ্চ ২ বিলিয়ন ডলার পর্যন্ত সামরিক সহায়তা দিতে পারে যুক্তরাষ্ট্র- এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নথিতে। সোমবার ইসরায়েলের একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে নির্মাণাধীন একটি নতুন সাঁজোয়া যান কারখানার অর্থায়নে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক সহায়তাদাতা যুক্তরাষ্ট্র জড়িত থাকতে পারে। যদি তা হয়, তাহলে এটি ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের বার্ষিক ৩.৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার পরিমাণ আরো বাড়াবে, যা ১০ বছর মেয়াদি চুক্তির অংশ। প্রতিবেদনে আরও বলা হয়, পাঁচ বছর মেয়াদি ‘আর্মার্ড ভেহিকল অ্যাক্সেলারেশন প্রজেক্ট’-এর আওতায় ইসরায়েল তাদের সাঁজোয়া যান বহর বাড়ানোর পাশাপাশি মেরকাভা ট্যাংক এবং নেমার ও এইতান ধরনের সাঁজোয়া যান উৎপাদনের হার বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এসব যান ইসরায়েলি সেনাবাহিনীতে ব্যবহৃত হয় এবং দেশেই উন্নত করা হয়েছে। গাজা ও লেবাননে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে গত আগস্টে ইসরায়েলি সরকারের প্রতিরক্ষা ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই প্রকল্পের অনুমোদন দেয়। প্রতিবেদনে জানানো হয়, অক্টোবর ও নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের আর্মি কোর অব ইঞ্জিনিয়ার্স (ইউএসএসিই)-এর দুটি উপস্থাপনায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে প্রকল্পটির অর্থায়ন, পরিকল্পনা, নকশা ও নির্মাণকাজে যুক্তরাষ্ট্র জড়িত থাকতে পারে। ইউএসএসিই সাধারণত যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও আন্তর্জাতিক সংস্থার জন্য কারিগরি, প্রকৌশল ও নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে, যেগুলোর অর্থায়ন অনেক সময় মার্কিন সহায়তা থেকে আসে। এর আগে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ১.৫ বিলিয়ন ডলার। জেরুজালেম পোস্ট জানিয়েছিল, তখনকার ঘোষণাগুলোতে কোনো বিদেশি অর্থায়নের কথা উল্লেখ করা হয়নি।